- Good Night Quotes in Bengali
- Romantic Good Night SMS in Bangla
- Romantic Good Night Quotes in Bengali
- Good Night Message in Bengali
- Good Night Wishes in Bengali
- Good Night Text in Bengali
- Good Night Shayari in Bengali
- Sweet Dreams Quotes in Bengali
- Good Night Quotes in Bangla
- Friend Good night In Bengali
- কষ্টের good night sms
Nights are evidence that endings can be wonderful as well. So let every one of us together make tonight somewhat unique, wishing our friends and family a good night. The motivation behind sending good night wishes is to advise them that we have not failed to remember them notwithstanding the hurrying around of the day, and we love them profoundly. Good Night quotes in Bangla, Bengali Good Night quotes, Goodnight quotes Bengali, Bengali Goodnight quotes, GN Quotes in Bangla are some of the best Good Night Quotes in Bangla language to wish your loved ones
So presently send night wishes to your companions, family or somebody unique and express your adoration. Good night lovely dreams. A best Good Night Quotes in Bengali are inspiring Good Night Quotes to wish your Close ones, Good night quotes in Bengali, Bengali goodnight quotes, Goodnight wishes in Bangla are best inspiring Good Night quotes to wish your loved ones a Good night.
Here we have shortlisted some of the Best Inspiring Good Night quotes for Your loved ones....
Also Read : Best Funny Good Night Quotes
Good Night Quotes in Bengali
হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্নগুলা দেখছে এসে। জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ। মনটা হটাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে! ~শুভ রাত্রী~
নিভলো আলো, রাত্রি এলো, আকাশ হলো কালো, এক ফালি চাঁদ হাসছে দেখো, বলছে থেকো ভালো, রাত তো অনেক হলো, এবার ঘুমাতে যাও, পাহারা দেবে এক ফালি চাঁদ, নিশ্চিন্তে ঘুমাও। ~শুভরাত্রী~
আসবো রাতের স্বপ্ন হয়ে, থাকবো আমি কাছে, খুলতেই চলে যাবো ভোরের আলোর দেশে, দিয়ে যাবো কিছু স্মৃতি আজ এই রাতে, শুভ রাত্রি জানায় ভালোবাসার সাথে । ~শুভরাত্রী~
Motivational Good Night Quotes in Bengali
ভালো থাকো বন্ধু তুমি, ভালো রাখো মন, মন যদি চাই তবে করিও স্মরণ, রাখো যদি বন্ধু আমায় তোমার মনে, পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
সূর্য মামা অস্ত গেছে, দিনের কোলাহল থিম গেছে। পাখিরা সব নীড়ে ফিরে গেছে, ফুলের সুবাশ শেষ হয়ে গেছে, কিন্তু তোমাকে হয়নি বলা। ~ শুভ রাত্রী ~
Romantic Good Night SMS
রাতে শুধু স্বপ্নে তোমাকে দেখতে চায়, তাই ঘুমিয়ে পড়লাম। ~শুভরাত্রী~
মেঘলা আকাশ, বইছে বাতাস, আবছা চাঁদের আলো, রাত হয়েছে, ঘুমিয়ে পর, স্বপ্ন দেখো ভালো। ~শুভরাত্রি~
জোনাকি জ্বলে গভীর রাতে, কথা বলি হওয়ার সাথে, চাঁদকে বলি চুপটি করে, যাও তুমি বন্ধু ঘরে, গিয়ে তুমি বোলো তারে, তাকে খুব মনে পরে। ~শুভরাত্রী~
Goodnight Sms Bangla
আজ আকাশে শুধুই লাখ তারার মেলা, আজ রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা, তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো মনের মতো করে, আমি ঘুমাতে গেলাম তোমায় শুভ রাত্রি বলে। ~শুভরাত্রী~
Also Read : Best Inspirational Good Morning Message
এক রাশ রাতের মিটিমিটি তারা, sএক মুঠো জোস্নার আলো, এক চিমটি আকাশের নীল। সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া। ~শুভরাত্রী~
Romantic Good night Quotes in bengali
আজ তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো, কারণ রোজ মিষ্টি শরীরের জন্য ভালো নয়। ~শুভরাত্রী~
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন, মন চাইছে খুশি থাকুক আমার আপনজন। নীল রঙের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো। ~গুড নাইট~
আকাশ এখানে অসীম নীলডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়। ক্লান্ত দুপুর তোমাকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের সীমানায় কি ডাকে নিঃশ্চুপ গভীর মায়ায়। গুড নাইট।
Love Good Night Quotes in Bengali
আজ রাতে কি আসবো একটু রোমাঞ্চ করতে? আজ মুড ভালো আছে, শুধু কিছু মিষ্টি কামড় দিবো, জলদি রিপ্লাই দাও, ইতি তোমার মশা।
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত,আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত। এই কথা যদি সে শুনতো ? শুভ রাত্রি।
Good Night Message in Bengali
জানালার কাছে যাও দেখো, কেও একজন তোমার হাসি মুখটা দেখবে বলে বসে আছে, ভাবছো কি? ” চাঁদ ” কারণ ওকে আমি তোমাকে গুড নাইট উইশ করতে পাঠিয়েছি।
জোসনা ভরা চাঁদের আলো, বন্ধু তুমি থেকো ভালো, রাত্রি এবার অনেক হলো, ঘুম আমায় জানিয়ে দিলো । ~শুভরাত্রি~
হয়তো বা স্বপ্ন গুলো হারিয়ে যায় কখনো, স্মৃতিগুলো মুছে যায়নি কখনো। আমার এই সময় পেতে তাকে, নিঃশব্দ এই রাত্রীতে। ~শুভরাত্রী~
Goodnight Msg in Bengali
কাজে কাজে দিন শেষ ডুবলো আলো আধার হলো, ফুলগুলো সুবাশ হারালো, চাদ মামা আলো দিলো তুমি এখন ঘুমিয়ে পর `শুভরাত্রি`
দিন গেলো ফুরিয়ে, রাত আসছে দাঁড়িয়ে, পড়াশুনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন, স্বপ্ন যেন দেখতে পারি মনের মতন। ~গুড নাইট~
Good Night Wishes in Bengali
তোমার জন্য রাত আমার ভোর হতে চায়, sতোমার জন্য মন আমার পিছু ফিরে চায়। তোমার জন্য দু এক ফোটা অঝোর শ্রাবন ঝরে। সকাল বিকাল তোমার কথা ভীষণ মনে পরে। ~শুভ রাত্রী ~
বলো তো কোন সে বীর গান গাই মারে তীর, জানতাম পারবেনা, মশা মেরে ঘুমিয়ে পর। ~শুভরাত্রি~
জোনাকি হল রাতের বাতি। স্বপ্ন নাকি ঘুমের সাথি। মন হল মায়াবী পাখি। ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি। তাই জানাই তোমায় ‘শুভ রাত্রি’।
Goodnight Wish in Bengali
লাগে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা, মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ, কষ্ট যখন মন আকাশে, তারা হয়ে জ্বলবো পশে। ~শুভ রাত্রী~
ফুলের পাঁপড়ি পাখনা মেলে ডাকছে তোমায় মিষ্টি হেসে, উঁকি দিয়ে এল বলছে তোমায় রাত্রি এবার হলো, আকাশ নীল পরীরা বলছে এবার ঘুমিয়ে পর।
Good Night Text in Bengali
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি, মনে রেখো আমার এই বন্ধুর চিঠি, বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি, এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী। শুভরাত্রি।
নতুন আলোর টানে, sনতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী, ক্লান্ত কণ্ঠে তাইতো জানায় তোমায় শুভ রাত্রী।
রাত বলছে সে আমাকে ভীষণ ভালোবাসে, তুমি স্বপ্ন দেখবে বলে দিনের শেষে এসে, ঘুম পারবে বলে তোমায় মাথায় বুলিয়ে হাত, এবার তবে ঘুমিয়ে পর জানায় শুভ রাত।
Goodnight Text Bangla
স্বপ্ন মানে দিনের শেষ, স্বপ্ন মানে নেশা, sস্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে থাকা আশা, স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথের যাত্রী, aস্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায় শুভরাত্রী।
আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে, মনকে শান্ত রাখার চেষ্টা করে, তোমাদের সকলকে জানায় শুভরাত্রী।
Good Night Shayari in Bengli
দেহের ভিতর মন আছে, মনের ভিতর তুমি আছো।
বন্ধু হয়ে তোমার বুকে থাকতে চাই আমি।
কি রাখতে পারবে আমায়?
যেমন করে আমি রেখেছি বন্ধু তোমায়।
যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা। তোমার বাড়ি যদি হতো কাছে,
আমি রোজ বলতে আসতাম একটি কথা।
~শুভরাত্রী~
রাত মানে পাখির আবার নীড়ে ফায়ার আসা,
রাত মানে চাঁদের আলোয় মিষ্টি ভালোবাসা রাত মানে দীর্ঘ এক প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায় স্বপ্নেরবেশ।
~শুভরাত্রী~
Good Night Shayari Quotes in Bangla
আকাশে ছিল ১০০০ তারা সূর্য দিল আলাের ধারা সন্ধে হলাে চাঁদের সাথী নিভিয়ে দিলাম আলাের বাতি এই দিয়ে জানাই
❦~শুভ রাত্রি~❦”
রাতের বেলায় Moon এর আলোয় ঝিকিমিকি Sky,
তারারা সব Tired হয়ে শুধুই তােলে হাই, গােপন মনের সব ইচ্ছা দিলাম আমি লিখে ফুলের মতাে স্বপ্ন আসুক,
Sleepy দুটি চোখে।”
Sweet Dreams Quotes in Bengali
মিস্টি তারা মুচকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদমামা ঝিমিয়ে গেলাে,
তাই বলি তুমি ঘুমিয়ে পড়াে ❦~শুভ রাত্রি~❦”
গভীর রাত হলাে এখন ঘুমােতে যাই।
আবার কথা হবে প্রত্যুষের প্রথম প্রভায়।”
নিরব রাতের তারার হাসি মিষ্টি হাওয়া বাজায় বাঁশি চাদের আলাে ঝিলমিলিয়ে আসছে নিশি খিলখিলিয়ে ইচ্ছে আমার দিলাম লিখে
স্বপ্ন আসুক তােমার চোখে”
Sweet Goodnight Quotes in Bangla
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালােবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির মােড়ক খোলা,
রাত মানে তোমায় আমার শুভ রাত্রি বলা”
চলাে যাই ঘুমের দেশে,
সুন্দর একটা ঘুমের সাথে,
মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে।
❦~শুভ রাত্রি~❦”
Good Night Quotes in Bangla
রাতের পাখিরা পাখনা মেলে,
ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো,
বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা,
বলছে এবার ঘুমিয়ে পড়।”
রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলাে আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরে”
জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো।
❦~শুভ রাত্রি~❦”
GN Quotes in Bengali
নাই বা মনে করলে আমায়,
নাই বা নিলে খোঁজ,
শুভ রাত্রিটা তবুও আমি,
দিয়ে যাবাে রােজ”
মেঘলা আকাশ বইছে বাতাস আবছা চাদের আলাে রাত হয়েছে ঘুমিয়ে পর স্বপ্ন দেখাে ভালাে
❦~শুভ রাত্রি~❦”
Friend Good night In Bengali
সবার চোখে ঘুম এখন
নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো
বলতে পারো ?
কোন শুখের আসায় আমার
এই রাত জাগা?
কেনো মন আজ দিশে-হারা।
❦~Good Night~❦”
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক
পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর
আকাশের চাঁদ,
এই ভাবে কেটে যায়
আমার দুঃখ ভরা রাত।
❦~Good Night~❦”
যদি মন কাঁদে আমি আসবাে
বর্ষা হয়ে,
যদি মন হাসে আমি
আসবাে রােদূর হয়ে,
যদি মন ওড়ে
আমি আসবাে পাখি হয়ে,
যদি মন খোঁজে
আমি আসবাে বন্ধু হয়ে
❦~শুভ রাত্রি~❦”
Goodnight Quotes Bangla
রাত আসে তারা নিয়ে,
ঘুম আসে স্বপ্ন নিয়ে,
আগামীকালের সকাল যেন
তোমার জন্য অনেক
খুশি নিয়ে আসে এই কামনা করি।”
কোন ব্যাপার না আকাশ
নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার
থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা
আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো।
❦~শুভ রাত্রি~❦”
কষ্টের good night sms
রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা তার
ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার
চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি
চিরদিন পাশে।
❦~শুভ রাত্রি~❦”
চাঁদের আলো ঝিমিয়ে গেছে,
ঝিঁঝিঁ পোকারাও চুপ,
আমি তোমায় এখন
মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো,
এবার প্রিয়া ঘুমাতে চল।
❦~শুভ রাত্রি~❦”
লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দেব দেখা।
মনটা যখন থাকবে খারাফ,
স্বপ্নে গিয়ে করবাে আলাপ।
কষ্ট যখন মন আকাশে,
তারা হয়ে জ্বলবাে পাশে।
❦~শুভ রাত্রি~❦”
Bangla Goodnight Quotes
“দিন মিস করে চাঁদকে,
রাত মিস করে সুর্যকে,
বাগান মিস করে ফুলকে আর,
আমি মিস করি তােমাকে
❦~শুভ রাত্রি~❦
“আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ।
❦~শুভ রাত্রি~❦